
উত্তরা, ঢাকা | জুলাই৩৬ নিউজ | ২২ জুলাই ২০২৫
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে কলেজ চত্বরে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি ছিল:
মঙ্গলবার সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী গোলচত্বরে জমায়েত হন। বিক্ষোভের মাধ্যমে ৬ দফা দাবি তুলে ধরেন।
দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি না আসলে শিক্ষার্থীরা ঘোষণা দেন —
“আমরা উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করব।”
কিন্তু দুপুর পৌনে ১টার আগেই উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার কথা জানান উপদেষ্টা আসিফ নজরুল। শিক্ষার্থীরা তখন স্লোগান ও মোমবাতি মিছিলের মধ্য দিয়ে আন্দোলনের সাময়িক অবসান ঘোষণা করেন।
আসিফ নজরুল বলেন:
“এটা কোনো ছাত্র রাজনীতি নয়। এটা মানবিক প্রতিবাদ। সরকারের তরফ থেকে আপনাদের ৬টি দাবিই মেনে নেওয়া হয়েছে। তদন্ত হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং যেসব প্লেন অনিরাপদ — সেগুলো বাতিল করা হবে।”